ইসলাম ও হিন্দুধর্ম সম্পর্কে হিন্দুগনের প্রশ্ন

ইসলাম কি বহু খোদায় বিস্বাস করে

প্রশ্ন:-ইসলাম কি বহু খোদায় বিস্বাস করে কারন অনেক স্থানে আমি-র পরিবর্তে আমরা ব্যবহার করা হয়েছে?

জবাবঃ ইসলাম এক সৃষ্টিকর্তায় বিস্বাসী-
আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ নিজেই পবিত্র কুরআনে আমরা শব্দটি ব্যবহার করেছেন তারমানে এই নয় তিনি বহু। ভাষায় দু’ধরনের বহুবচন আছে একটি হল পরিমান বোঝাতে আরেকটি হল সম্মানার্থে ইংরেজিতে ইংল্যান্ডের রানীকে আমরা বলে সম্মানার্থে সম্বোধন করা হয়। যা রাজকীয় মর্যাদা। বাংলাতে এর ব্যবহার না থাকায় আমরা ব্যাপারটা ভুল বুঝি। ইন্ডিয়াতেও রাজিব গান্ধি বলেন-‘হাম দেখনা চাতেহে’ এখানে হাম মানে আমরা এটি সম্মানার্থে ব্যবহার হয়েছে। একইভাবে আরবীতে ‘নাহনু’ শব্দটি মর্যাদা অর্থে প্রয়োগ করা হয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে :-
‘‘কুল হুয়াল্লাহু আহাদ’’।অর্থাৎ তিনি এক ও অদ্বিতীয়। সুরা ইখলাস-১১২,আয়াত-১

মূল: ড. জাকির নায়েক
অনুবাদ: শাহরিয়ার আজম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button