খৃষ্টান ও মিশনারীর ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

যীশু (ঈসা আঃ) পৃথিবীতে আবারো আসবেন তাহলে মোহাম্মদ (ﷺ) কি করে সর্বশেষ নবী হতে পারেন?

প্রশ্ন:- যীশু (ঈসা আঃ) পৃথিবীতে আবারো আসবেন তাহলে মোহাম্মদ (ﷺ) কি করে সর্বশেষ নবী হতে পারেন?

জবাব:- আলহামদুলিল্লাহ্‌।

ঈসা (আঃ) একমাত্র নবী যাকেঁ আল্লাহপাক জীবন্ত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা (আঃ) এর অনুসারীরা ভুল ধারনা করেছিল যে তিনি সৃষ্টিকর্তা বা পুত্র, যা অন্য নবীর ক্ষেত্রে এমন অন্যায় দাবী উত্থাপিত হয়নি। এই ভুল ধারনার উপরে ভিত্তি করে আল্লাহ ঈসা (আঃ)-কে উপরে উঠিয়ে নেন যা বর্নিত আছে-সুরা নিসা-৪, আয়াত-১৫৮। যখন তিনি ফিরে আসবেন ও খ্রীষ্টানদের ভুল ধারনা দুর করবেন যে তিনি সুষ্টিকর্তা নন এবং তিনি কখনোই বলেননি তার ইবাদত করতে তিনি বলেছেন আল্লাহর ইবাদত করো যিনি তোমার ও আমার রব(সুরা মায়েদা)। ঈসা(আঃ) নতুন কোন বানী নিয়ে আসবেননা।আল্লাহ বলেন-

‘‘আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। ’’ সুরা মায়েদা-৫, আয়াত-৩

এবং তিনি মোহাম্মদ (ﷺ)-এর উম্মত হয়ে আগমন করবেন। রসুল হয়ে আগমন করবেন না ইসলামের শরীয়তে যা আছে নিয়ম কানুন সমস্ত তিনি অনুসরন করে তদানুযায়ী ফয়সালা করবেন।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

মূল: ড. জাকির নায়েকের লেকচার হতে অনুবাদকৃত
অনুবাদ: শাহরিয়ার আজম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button