খৃষ্টান ও মিশনারীর ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন মানুষের পাপের জন্য। ইসলামে এমন ধারনা কি আছে?

প্রশ্ন:- যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন মানুষের পাপের জন্য। ইসলামে এমন ধারনা কি আছে?

 জবাব:- আলহামদুলিল্লাহ্‌।

✔ প্রকৃতপক্ষে বাইবেলে কি বলছে?-

বাইবেলে উল্লেখ রয়েছে –

‘‘যে আত্না পাপী সে মৃত পরিগনিত, যদি সে অনুতপ্ত হয তবে সে পরিত্রান পাবে। পুত্র কখনো পিতার অবিচার বহন করবেনা অনুরুপ পিতা কখনো পুত্রের অবিচার বহন করবেনা’’ Ezekiel-18, Verse-20-21

অর্থাৎ যে কেউ পাপী হোক তার পাপ সে ব্যতীত অন্য কেউ বহন করবেনা। পবিত্র কুরআনে এসর্ম্পকে বিশদভাবে উলেখ রয়েছে- সুরা আনাম-৬, আয়াত-১৬৪/ সুরা ইসরা-১৭, আয়াত-১৫/সুরা ফাতির-৩৫, আয়াত-১৭/ সুরা জুমার-৩৯,আয়াত-৭-

‘‘আর একজন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবেনা।’’

✔ অন্যের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজ সন্তানকে ফাসিঁতে লটকানো অবান্তর-

আদম (আঃ) যদি পাপ করে তারঁ জন্য আপনাকে দায়ী করা হবেনা। উদাহরন স্বরুপ একজন গুরু তার শিষদের বললেন চুরি, হত্যা, ব্যভিচার, ধর্ষন করোনা। কিন্তু তারা করলো। তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য গুরু তার নিজের সন্তানকে এনে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বললেন-তোমাদের সকল পাপ আমার পুত্র উত্তরাধিকারসুত্রে লাভ করবে যদি তোমরা আমাকে বিস্বাস করো। এটি অযৌক্তিক শিষ্যদের ভুলের খেসারত দেয়ার উদ্দেশ্যে নিজ সন্তানকে ফাসিঁতে লটকানো অবান্তর চিন্তা ব্যতীত কিছুই নয়। সন্তান কেন শিষ্যদের সমস্ত পাপ নিজে বহন করবে? একইভাবে এটাও অযৌক্তিক আদম (আঃ) থেকে শুরু করে পৃথিবীর শেষ মানূষটির সমস্ত অপকর্ম ও পাপকার্য যিশু বহন করবে এটা বাইবেলের বিরুদ্ধে ধর্মীয় চিন্তা ও মতবাদ। শুধু খ্রীষ্টর্ধম বিস্বাস করলেই যিশু আপনার সমস্ত পাপ নিয়ে নেবেন এটা গ্রহসযোগ্য নয়। আল্লাহ ন্যায়পরায়ন? কেউ যদি আপনার পাপ বহন করে তবে পৃথিবীতে আপনি যা ইচ্ছা তা করতে পারেন হত্যা করতে পারেন, ডাকাতি করতে পারেন, ধষর্ন করতে পারেন। সুতরাং বাইবেল অনুযায়ী যে কেউ পাপী হোক তার পাপ সে ব্যতীত অন্য কেউ বহন করবেনা।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

মূল: ড. জাকির নায়েকের লেকচার হতে অনুবাদকৃত
অনুবাদ: শাহরিয়ার আজম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button