খৃষ্টান ও মিশনারীর ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

ঈসা (আঃ) কি মোহাম্মদ (ﷺ) হতে মর্যাদাবান?

প্রশ্ন: ঈসা (আঃ), তিনি অলৌকিক ভাবে মায়ের গর্ভে জন্মগ্রহন করেছেন, তিনি আবারও পৃথিবীতে আসবেন ;কিন্তু মুহাম্মদ (ﷺ) আসবেন না। অতএব ঈসা (আঃ) মোহাম্মদ (ﷺ) হতে মর্যাদাবান?

জবাব:- আলহামদুলিল্লাহ্‌।

এই ধরনের প্রশ্ন সাধারনত করে থাকেন খ্রীষ্টান ধর্মপ্রচারকগন, যাদের সংখ্যা পৃথিবীতে কয়েক লক্ষেরও অধিক যারা বেতন ভুক্ত ধর্মপ্রচারক তারা আরও বলেন কুরআনে ঈসা (আঃ) এর কথা ২৫ বার উল্লেখ রয়েছে মুহাম্মাদ (ﷺ) উল্লেখিত হয়েছেন মাত্র ৫বার,ইসলাম একমাত্র ধর্ম যা ঈসা (আঃ)কে স্বীকৃত দেয়। কোন মুসলিম র্পূনাঙ্গ মুসলিম হিসাবে দাবী করতে পারেনা যদি সে ঈসা (আঃ) কে অস্বীকার করে-

মুসলিমগন বিশ্বাস করেন-

✔ তিনি আল্লাহর নবী এবং তার কোন পিতা নেই যা অনেক আধুনিক খ্রীষ্টানধর্মালম্বী বিশ্বাস করেন না

✔ মুসলিমগন বিশ্বাস করেন তিনি আল্লাহর আদেশে মৃত্যুকে জীবিত করেছে

✔ জন্মান্ধকে তিনি আল্লাহর আদেশে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন,

ঈসা (আঃ) আসবেন ইসলামের দিকে মানুষকে আহবান করতে-

কিন্তু মুসলিমরা বিশ্বাস করেনা তিনিই সৃষ্টিকর্তা অথবা সৃষ্টিকর্তার সন্তান ,তিনি নবী, তিনি দ্বিতীয়বার আসবেন কারন খ্রীষ্টান সম্প্রদায়গন তার সর্ম্পকে অত্যন্ত ভুল ধারনা পোষন করেন এবং তা চর্চা করে থাকেন তিনি তা দুরীভুত করবেন ,তিনি নতুন কোন বানী আসবেন না কুরআনে আল্লাহ বলেন –

‘‘ আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছমদ করলাম।’’ সূরা মায়েদা -৫,আয়াত -৩

মুসলিমগন বিশ্বাস করেন তিনি আসবেন তবে নতুন কোন ধর্ম নিয়ে নয় । তিনি আসবেন ইসলামের দিকে মানুষকে আহবান করতে ও খ্রীষ্টানদের মন হতে ভ্রান্ত ধারনা বিলীন করতে। তিনি আল্লাহকে বলবেন-

‘‘আপনি সাক্ষী আছেন আমি কখনোই তাদের বলিনি আমার ইবাদত করতে ,আমি কখনোই বলিনি আমি আপনার জন্মদেয়া সন্তান”

আদম (আঃ)-এর বাবা ও মা ছিলেন?-

এমন কোন লোক যার বাবা নেই এবং নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবী করেন তখন কুরআন তার প্রতি উত্তরে বলে-

‘‘ নি:সন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচেছ আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।’’ সূরা ইমরান-৩:আয়াত -৫৯

আদম (আঃ) এর বাবা ছিলেন? মা ছিলেন? যদি আপনি ধারনা করেন ঈসা (আঃ)-এর বাবা নেই এজন্য তিনি সৃষ্টিকর্তা তাহলে আদম (আঃ)-কে আপনার আরো বড় সৃষ্টিকর্তা স্বীকার করতে হবে।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

মূল: ড. জাকির নায়েকের লেকচার হতে অনুবাদকৃত
অনুবাদ: শাহরিয়ার আজম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button