ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

ইসলাম মানুষকে তথ্য প্রকাশে স্বাধীনতা দেয় তবে, সালমান রুশদি অথবা তাসলিমা নাসরিনের মৃত্যুদন্ড জারি করা হয়েছে কেন?

প্রশ্ন :ইসলাম মানুষকে তথ্য প্রকাশে স্বাধীনতা দেয় তবে, সালমান রুশদি অথবা তাসলিমা নাসরিনের মৃত্যুদন্ড জারি করা হয়েছে কেন?

উত্তরঃ আলহামদু লিল্লাহ।

ইসলামি শরীয়াত অনুযায়ী-

প্রথমত :- যে কারো প্রশংসা অথবা গুনকীর্তন করা যাবে যদি এর ফলে কারো ক্ষতি না হয়।

দ্বিতীয়ত:- যদি কারো ক্ষতি করা হয় প্রমান সহ বা প্রমান ছাড়া অথবা অপবাদ দেয়া হয় এটা অগ্রহনযোগ্য। যে কারো সম্পর্কে অভিযোগ বা দোষারোপ ইসলাম সমর্থন করে যদি তার বিরুদ্ধে প্রমান থাকে। প্রমান ব্যতিত কাউকে অপবাদ দেয়া অপরাধের নামান্তর। যদি কেউ ভদ্র মহিলার সতীত্বের বিরুদ্ধ দুর্নাম উপস্থাপন করে তাকে চারজন প্রমান হাজির কনতে হবে যদি সে না পারে কুরআনের আইন অনুযায়ী তাকে ৮০টি বার চাবুকাঘাত করা হবে। যদি আপনি মনে করেন কোন কারন ব্যতিত যে কাউকে অথবা কারও ধর্মীয় অনুভুতিকে আপনি আঘাত করবেন, কুৎসা রটাবেন ইসলাম এর অনুমতি দেয়না।

রুশদি ও … ing’-

মার্গারেট থেচার নামক ভদ্রমহিলা ইংল্যান্ডে বিশেষ সম্মানিতা, তাঁর বিরুদ্ধে যখন আমেরিকার একজন লেখক বিশ্রি ভাষায় ‘ .. ’ বইতে উক্তি করানো বইটির প্রচার বন্ধ করা হয়েছিল ঠিক একইভাবে সালমান রুশদি যখন একই ভাষা +‘… ing’ ব্যবহার করে ইংল্যান্ডের সরকার তা সমর্থন জানিয়েছে। এছাড়াও রুশদি ইসলামকে সহ পুরো মানব জাতিকে অপমান করেছে

একইভাবে তাসলিমা উল্লেখ করেছেন –

‘ইসলামি শরিয়ত মেয়েদের গরুর চইতেও নীচুস্তরের প্রানীতে ভুষিত করেছে ‘লজ্জা’ নামক বইতে যদি তিনি ইসলামি শরিয়ত সম্পর্কে অবগত হতেন একথা তিনি উচ্চারন করতে পারতেননা,

এমনকি রুশদি রাম-সীতাকে অপমান করতে ছাড়েনি। ইন্ডিয়া সর্বপ্রথম বইটির উপর নিষেধাঙ্গা আরোপ করে। যদি কেউ আপনার বা আমার মা-বোন কে কারন ব্যতিত কুৎসা রটনা করে তা অগ্রহনযোগ্য এবং গুরুতর পাপের শামিল। বাইবেলে উল্লেখ আছে লেবীয় অধ্যায়–

‘সৃষ্টিকর্তার কেউ যদি অপবাদ রটায় পাথর মেরে তাকে হত্যা কর।’

সূত্রঃ ডঃ জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button