ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

মুসলিমগন ‘GOD’ কে আল্লাহ বলেন না কেন?

প্রশ্ন:–মুসলিমগন ‘GOD’ কে আল্লাহ বলেন না কেন?

উত্তরঃ আলহামদু লিল্লাহ।

আল্লাহ বলেন –

‘‘ আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ আত্ননির্ভর ,তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি । তাঁর মত আর কেউ নেই ’’ সুরা ইখলাস-১১২, আয়াত-১-৪

‘‘বলো-তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান বলে ডাকো। বস্ততঃ যে নামেই তোমরা ডকো, তারই কিন্তু সকল সুন্দর নাম’’ সুরা ইসরা ১৭- আয়াত-১১০

এছারাও ‘আল্লাহ’ শব্দটি কুরআনের বিভিন্নস্থানে উল্লেখ রয়েছে। সুরা আরাফ-৭, আয়াত-১৮০/সুরা হাশর-৫৯-আয়াত-২৪,/সুরা ত্বাহা-২০, আয়াত-৮-

যে নামে আল্লাহকে ডাকা হোকনা কেন সেই নামটি হতে হবে সবচাইতে সুন্দর ও অদ্বিতীয়-

মুসলিমগন কেন আল্লাহকে ইংরেজী শব্দ ‘GOD’ বলতে পছন্দ করেনা, কারণ আরবী শব্দ ’আল্লাহ’ অতি পবিত্র এবং শব্দের দিক হতে অতিরঞ্জিত নয়। ইংরেজী ‘GOD’ এর সাথে S যোগ করলে হয়ে যায় ‘GODs’ কিন্তু আরবীতে আল্লাহর বহুবচন নেই, আল্লাহ এক, আপনি যদি GOD এর সাথে ESS যুক্ত করেন তাহলে হবে GODESS অর্থাৎ স্ত্রী- GOD’ আরবীতে পূরুষ বা স্ত্রী আল্লাহর কোন স্থান নেই, আল্লাহ পূরুষ বা স্ত্রী নন। যদি GOD’ এর ক্ষেত্রে g-অক্ষর ছোট লিখেন তাহলে হবে মিথ্যা- GOD’ আর G-যদি বড় লিখেন তাহলে হবে সত্য- GOD , আল্লাহ শব্দে মিথ্যা আল্লাহ বলতে কিছুই নেই, তিনি সত্য GOD এর সাথে FATHER-যোগ করলে হয়-GOD- FATHER, আল্লাহর কোন পিতা নেই। GOD এর সাথে MOTHER যোগ করলে হবে GOD MOTHER আল্লাহর কোন মাতা নেই, একই ভাবে ইংরেজী শব্দ GOD কে নিয়ে অনেক রকমারি নাম তৈরি করা হয়েছে এবং হচ্ছে, যা আল্লাহ শব্দে নেই, তিনি এক ও অদ্বিতীয় এজন্য মুসলিমগন আল্লাহকে তাই GOD-বলেন না।

সূত্রঃ ডঃ জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button