ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

আল্লাহকে প্রশংসা করা কি প্রয়োজন? না করলে তিনি কেন আমাদের জাহান্নামে নিক্ষেপ করবেন তবে তিনি কি করে রহিম হলেন?

প্রশ্ন :-আল্লাহকে প্রশংসা করা কি প্রয়োজন? না করলে তিনি কেন আমাদের জাহান্নামে নিক্ষেপ করবেন তবে তিনি কি করে রহিম হলেন?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।

আল্লাহ অল-রেডিই মহান-

ধরুন কেউ বললো আল্লাহু আকবার বা আল্লাহ মহান তার মানে এই নয় আল্লাহ তার প্রশংসার কারনে আরো মহান হয়ে গেলেন আল্লাহ অলরেডিই মহান যতই তাকে প্রশংসা করা হোক বা না হোক তিনি মহামহিম আছেন ছিলেন ও থাকবেন। আপনি তারঁ সমুদয় লাভের জন্য প্রশংসা করছেন না। আল্লাহ বলেন –

‘‘হে মানুষ, তোমরা আল্লাহ্র গলগ্রহ। আর আল্লাহ্; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।’’ সুরা ফাতির-৩৫, আয়াত-১৫

তারঁ প্রশংসা করা প্রয়োজন আমাদের লাভের জন্য-

আল্লাহ সমস্ত চাওয়া-পাওয়া থেকে মুক্ত। তারঁ প্রশংসা করা প্রয়োজন আমাদের লাভের জন্য। আপনি এমন কারো সম্মান করবেন যে সর্বজ্ঞ, অত্যন্ত সুক্ষদর্শী ও সব কিছু যার আয়ত্বাধীন, তারঁ প্রশংসা করে আপনি নিজেকে সন্তুষ্ট করবেন। এজন্যই প্রত্যেক মুসলিম প্রতি নামাযের শুরুই করে তাকে মর্যাদাসূচক উক্তি করে।

আপনি আল্লাহর প্রশংসা যতই করেন তা শেষ হবার নয়-

মুসলিমগন তার প্রশংসা করে নিজেকে পরিতুষ্ট করেন যে তিনিই একমাত্র সাহায্যকারী ও পরিত্রানকারী। ধরুন আপনি হার্টের রোগি, আপনার অসুস্থতার উপশমের জন্য আপনি কি রাস্তার যে কারো থেকে উপদেশ নিবেন নাকি যে হার্টের উপর খুব বিখ্যাত স্পেশালিষ্ট তার কাছ থেকে নিবেন আপাত দৃষ্টিতে তার কাছ থেকেই উপদেশ নিবেন যিনি এ ব্যপারে অভিজ্ঞ। অতএব আল্লাহর প্রশংসা আমাদের নিজেদের উপকার ও র্স্বাথের জন্য। আপনি যতই আল্লাহর প্রশংসা করেন তা শেষ হবার নয় কারন আল্লাহ বলেন-

‘‘হে মুহাম্মাদ! বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার রবের কথা শেষ হবে না৷ বরং যদি এ পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না৷ ’’ সুরা কাহাফ-১৮, আয়াত-১০৯

আরও বলা হয়েছে –

‘‘পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র (দোয়াত হয়ে যায়) , তাকে আরো সাতটি সমুদ্র কালি সরবরাহ করে তবুও আল্লাহর কথা (লেখা) শেষ হবে না৷ অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী৷ সুরা লুকমান-৩১, আয়াত-২৭

আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নন। আপনি যতই প্রশংসা করেন তা শেষ হবেনা। এবং তা করবেন আপনার জন্য।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button