ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

অমুসলিমদের কেন সৌদি-আরবে ধর্ম প্রচার করতে দেয়া হয়না এবং ধর্মীয় উপাসনালয় তৈরীর অনুমতি দেয়া হয়না?

প্রশ্ন:- অমুসলিমদের কেন সৌদি-আরবে ধর্ম প্রচার করতে দেয়া হয়না এবং ধর্মীয় উপাসনালয় তৈরীর অনুমতি দেয়া হয়না?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।

ধরুন আপনি যেকোন একটা স্কুলের অধ্যক্ষ। আপনি অঙ্কের শিক্ষকের জন্য সাক্ষাতকার নিচ্ছেন আপনি ১ম শিক্ষককে জিজ্ঞেস করলেন ১+১=? হয়। তিনি বললেন ২ অপরজনকে জিজ্ঞেস করলেন বললেন ৩ অন্যজন বললেন ৪। তবে আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি উক্ত শিক্ষকদের মনোনিত করবেন যিনি বলেছেন ৩ বা ৪? আপনি বলবেন না রাখবনা কারন তাদের অঙ্কেও ব্যপারে সঠিক ইলম নেই। একই ভাবে যেখানে দ্বীনের প্রশ্ন আমরা মুসলিমরা জানি ইসলামই সত্য। এজন্য অন্যধর্মকে প্রচারের অনুমতি সৌদি আরব দেয় না এক্ষেত্রে যেখানে ধর্মই ভুল সেখানে সেটার উপাসনালয় বানানোর কোন প্রশ্নই আসেনা। ঈসা (আঃ)-এর নিকট পানাহ চাওয়া অথবা ভূত-প্রেতের প্রার্থনা করা সঠিক নয়। এটা শুধু সৌদি-আরবেই অন্য কোন মুসলিম সংখ্যাধিক দেশে এই নিয়ম নেই, যে কেউ ঘরে ইচ্ছামতো ইবাদত করতে পারে কিন্তু উপসনালয় বা ধর্মপ্রচার নয়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ওয়েষ্টানাররা অগ্রগামি তাই সৌদি-আরব তাদের আমন্ত্রন জানায় এদেশে তার বিস্তার করার জন্য কিন্তু ধর্মের ক্ষেত্রে তারা অগ্রগন্য তাই অন্যধর্মের প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তারা দেননা।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button