ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

কুরআন অন্যান্য কিতাবের আগে মানবজাতির জন্য পাঠানো হয়নি কেন পরে পাঠানো হয়েছে?

প্রশ্ন :- কুরআন অন্যান্য কিতাবের আগে মানবজাতির জন্য পাঠানো হয়নি কেন পরে পাঠানো হয়েছে?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।

আপনার এই উত্তর হলো কেন আপনাকে সরাসরি ডাক্তারি পাড়ানো হলো না কেন ক্লাস১,২,৩-তে আগে পড়ানো হল? আপনাকে ধীরে ধীরে এগুতে হবে অন্যান্য কিতাব এসেছে নিদিষ্ট কওমের জন্য। এজন্য আগের কিতাবগুলো সংরক্ষন করা হয়নি কিন্তু কুরআন এসেছে সমগ্র মানবজাতির জন্য এবং আল্লাহ এর প্রতিটি হরফ সংরক্ষন রেখেছেন। আল্লাহ সর্বজ্ঞ কখন মানুষের জন্য অমর বানী পাঠাতে হবে। শিক্ষকরা বুঝতে পারেন ছাত্রকে কি লেবেলে পড়ানো উচিৎ একইভাবে মানূষ যখন কুরআন বুঝতে সমর্থ হলো তখন তিনি তা অবতীর্ন করলেন সর্বশেষ কিতাব ও নবী মোহাম্মদ (ﷺ)-এর নিকট যা পৃথিবীর অন্তিম সময় পর্যন্ত টিকে থাকবে। কুরআন আল্লাহর বানী যা ১৪০০ বছর আগে প্রমানিত হয়েছে এবং এখনও প্রমানিত হয়েছে ও ভবিষ্যতেও প্রমানিত হবে ইনশাআল্লাহ।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button