ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

যদি আল্লাহ কাফেরদের হৃদয়ে মোহর মেরে দেন তবে তাদের কেন দোষী সাবস্ত্য করা হয়?

প্রশ্ন :- যদি আল্লাহ কাফেরদের হৃদয়ে মোহর মেরে দেন তবে তাদের কেন দোষী সাবস্ত্য করা হয়?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।

আল্লাহ বলেন –

‘‘আল্লাহ্ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।’’ সুরা বাকারা-২, আয়াত-৭

অভিজ্ঞ শিক্ষক ও ভবিষ্যৎবানী-

আল্লাহ কাফেরদের হটকারিতার জন্য এই উক্তি করেছেন। তাদের কর্মের জন্য এমন দশা হয়েছে। তারমানে এই নয় যে তাদের কর্মফলের জন্য আল্লাহ দোষী। অপরাধী তারা নিজেই উদাহরন স্বরুপ একজন অভিজ্ঞ শিক্ষক ভবিষ্যৎবানী করলেন কিছু ছাত্র ফেল করবে যেহেতু তারা সঠিক মতো লেখাপড়া ও রুটিন অনুসরন করেনি। যদি ছাত্রগুলো ফেল করে আপনি কাকে দোষ দেবেন ছাত্রকে নাকি শিক্ষককে? দোষ ছাত্ররই একইভাবে আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন কারন তারা ছিল অবাধ্য এই অবাধ্যতার দরুন তারা বিপথে চলে গেছে।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button