ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

ইসলামে মায়ের অধিকার কি?

প্রশ্ন :-ইসলামে মায়ের অধিকার কি?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।

রাসুল (ﷺ) বলেন আহমেদ হাদিসে-

‘‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ’’

যে ব্যক্তি মাকে খেদমত করবে,সেবা করবে কষ্ট দিবেনা তাহলে সে বেহেশতে যাবে –

‘‘একজন সাহাবি রাসুল (ﷺ)কে জিজ্ঞেস করেন পুরো পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমার মহাববতের সব চাইতে বেশি হকদার? আল্লাহর নবী বললেন তোমার মা,তারপর কে? তিনি বললেন- তোমার মা,তারপর কে? তিনি বললেন-তোমার মা। তারপর কে? তিনি বললেন তোমার বাবা’’। সহীহ বুখারি-৮:কিতাবুন আদব-২:হাদিস-২

অতএব ৭৫% হিস্যা মায়ের অধিকারে আসে,বাকি ২৫% বাবার দিকে। অর্থাৎ মায়ের জন্য সোনার পদক, সিলভার পদক এবং তামার পদকও মায়ের জন্য, বাবার জন্য শুধু শান্তনা পুরুষ্কার।

আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button