ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

প্রশ্ন:-শাড়ী পড়ার ক্ষেত্রে মুসলিমগনের কোন সংস্কৃতিকে আকড়েঁ ধরা উচিৎ দেশীয় নাকি ইসলামী সংস্কৃতি?

প্রশ্ন:-শাড়ী পড়ার ক্ষেত্রে মুসলিমগনের কোন সংস্কৃতিকে আকড়েঁ ধরা উচিৎ দেশীয় নাকি ইসলামী সংস্কৃতি?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌

মুসলিমের অর্থ যে নিজের ইচ্ছা আল্লাহর নিকট সমর্পন করে দিয়েছে। মুসলিমগন নিজের দেশের সয়স্কৃতি মেনে চলতে পারে যদিনা ইসলামের নিয়ম-কানুনের বিরোধী না হয়। যেমন অনেকেই প্রশ্ন করে যে মুসলিম নারীগন কি শাড়ি পড়তে পারবে? হ্যাঁ পরবে যদি তিনি ইসলামের ছয়টি নিয়ম কানুন মেনে চলেন-

১) পুরো শরীরটা ঢাকা থাকবে শুধু হাতের কব্জি ও মুখ ছাড়া

২) যে কাপরটা পরিধান করবে সেটা আটঁশাট হওয়া চলবেনা ঢোলা হতে হবে

৩) কাপর স্বচ্ছ হতে পারবেনা যা ভেতরে দেখা য়ায়,

৪) অমুসলিমদের পরিধানের সাথে মিল থাকতে পারবেনা,

৫) কাপরটা এমন উজ্বল হতে পারবেনা যা অন্যের দৃষ্টি আকর্ষন করে,

৬) পুরুষের কাপড়ের সামঞ্জস্য হতে পারবেনা ,আপনার মাথা ঢাকতে হবে যাতে একটা চুলও দেখা না যায়। পেট ঢাকতে হবে যদি আপনি এসব অনুসরন করে শাড়ি পড়তে পারেন তাহলে কোন সমস্যা নেই।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button