ঈমান

প্রশ্ন : কারো নিকটতম আত্মীয় মরে যাওয়ার কারণে বলল, হে আল্লাহ তুমি আমার সাথে এটা করলে কেন? এমন কথা বলা যাবে কি?

উত্তর : এমন কথা বলা তাক্বদীরের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ। কোন মানুষের বা
সৃষ্টজীবের অধিকার নেই আল্লাহর কর্মের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা। আল্লাহ বলেন, তিনি যা করেন, সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না। বরং তারাই জিজ্ঞাসিত হবে (আম্বিয়া ২১/২৩)

ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘আল্লাহ যা
করেন, সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না। বরং মানুষই জিজ্ঞাসিত হবে। এটি কেবল তার ক্ষমতা বা পরাক্রমশীলতার কারণে নয়; বরং তার প্রতিটি বিষয়ে পূর্ণ জ্ঞান, ক্ষমতা, অনুগ্রহ ও প্রজ্ঞার কারণে। কারণ তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক,
সর্বাধিক দয়ালু এমনকি সন্তানের প্রতি পিতার দয়ার চেয়েও তিনি বান্দার প্রতি দয়ালু। তিনি সবকিছুকে সর্বোত্তমভাবে সৃষ্টি করেছেন (মাজমূ‘উল ফাতাওয়া ৮/৭৯)
অতএব তাক্বদীরের প্রতি পূর্ণ আস্থা রেখে যে কোন বিপদকে আল্লাহর সিদ্ধান্ত মনে করে মেনে নিতে হবে। এর মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত রয়েছে (মুসলিম হা/২৯৯৯)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button