সিরাত

প্রশ্ন : রাসূল (ছাঃ) ছাওমে বেছাল তথা দু’দিন একটানা ছিয়াম পালন করতেন এবং তাতে বলা হয়েছে যে, আল্লাহ তাকে খাওয়ান ও পান করান। এক্ষণে এই খাওয়া ও পান করা আত্মিক নাকি বাস্তবিক?

উত্তর : রাসূল
(ছাঃ)-কে খাওয়ানোর অর্থ তিনটি হ’তে পারে।

প্রথমতঃ রাসূল (ছাঃ)-এর পাকস্থলীতে খাদ্য ও পানীয়ের যোগান দেওয়া। অর্থাৎ আল্লাহ তা‘আলা রাসূল (ছাঃ)-এর পাকস্থলীতে খাদ্য ও পানীয়ের যোগান দিতেন, যার কারণে তিনি
ক্ষুধার্ত হ’তেন না।

দ্বিতীয়তঃ বাস্তবে আল্লাহ তা‘আলা তাঁকে জান্নাতী খাবার দিতেন যেমন কারামত হিসাবে অন্যান্য নবী ও মরিয়ামকে জান্নাতী খাবার
দিয়েছিলেন (ইমরান ৩/৩৭; ফাৎহুল বারী ৪/২০৬-৭)

জান্নাতী খাদ্য গ্রহণের কারণে তিনি ক্ষুধার্ত হ’তেন না। আর এভাবেই তিনি একাধারে কয়েক দিন ছিয়াম পালন করতে পারতেন। তবে প্রথম অর্থটি সঠিক বলে মন্তব্য করেছেন ইমাম
নববীসহ একদল বিদ্বান (শারহু মুসলিম ৭/২১২-১৩; ফাৎহুল বারী ৪/২০৭; মিরকাত ৪/১৩৮২; মির‘আত ৬/৪০৭)

তৃতীয়তঃ আত্মিক খাদ্য যা আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ক্ষুধা
নিবারণের কাজ করে। অর্থাৎ রাসূল (ছাঃ) আল্লাহর ইবাদতে এমনভাবে মশগূল হয়ে
পড়তেন যে ক্ষুধার কথা ভুলে যেতেন (ফাৎহুল বারী ৪/২০৭)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button