ইতিহাস ও জীবনী
প্রশ্ন : জনৈক ব্যক্তি বলেন, জুদী পাহাড়ের ঝরনার প্রবাহ থেকেই যমযম কূপের উৎপত্তি হয়েছে। উক্ত কথাটির সত্যতা জানতে চাই।
উত্তর : উক্ত বক্তব্যের কোন ভিত্তি নেই। আল্লাহ তাঁর অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই পানি সরবরাহ করে থাকেন। ইসলামের ইতিহাসে যমযম কূপের উৎপত্তি নিয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে।
নবী ইবরাহীম (আঃ) তাঁর দ্বিতীয়া স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাঈল (আঃ)-কে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন। তাঁর রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে হাজেরা পানির সন্ধানে পার্শ্ববর্তী ছাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার ছোটাছুটি করেছিলেন। এসময় জিবরীল (আঃ)-এর পা বা ডানার আঘাতে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে। ফিরে এসে এই দৃশ্য দেখে হাজেরা পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা কূপের রূপ নেয়। এসময় হাযেরা উদ্গত পানির ধারাকে যমযম অর্থাৎ থাম!- বলায় এর নাম যমযম হয়েছে। পরবর্তীতে নবী ইবরাহীম (আঃ) এই কূপের পাশে কা‘বা গৃহ পুনঃনির্মাণ করেন (বুখারী হা/৩৩৬৪; ছহীহ সীরাতুন নবাবিয়াহ ৪১ পৃঃ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।