হারাম ও কবিরা গুনাহ

প্রশ্ন : কেউ অন্যের নামে মিথ্যা কথা প্রচার করে থাকলে ক্ষমা নেওয়ার উপায় কী?

উত্তর : অন্যের নামে মিথ্যা কথা প্রচার করা অপবাদের শামিল। এটা কাবীরা গুনাহ। এটাকে যুলুমও বলা হয়েছে। কেউ এমন অপরাধ করলে ঐ ব্যক্তির নিকট থেকে ক্ষমা নিবে, তওবা করবে এবং আল্লাহর দিকে দ্রুত ফিরে আসবে।

রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুম করবে, সে যেন আজই তার কাছ হতে মাফ চেয়ে নেয়, সেদিন আসার পূর্বে যেদিন তার কোন কোন দীনার বা দিরহাম থাকবে না। কারণ সেদিন তার কোন সৎকর্ম থাকলে তার যুলুমের পরিমাণ তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯; মিশকাত, হা/৫১২৬)।

তাই তার কাছে যাওয়া সম্ভব হলে (বেঁচে থাকলে, স্তর ঠিক থাকলে) তার কাছে গিয়ে বিষয়টি উল্লেখ করে ক্ষমা চাইতে হবে। আর যদি মৃত্যু বা সাক্ষাৎ সম্ভব না হয়, তাহলে তার প্রতি মনে মহব্বত তৈরি করতে হবে এবং প্রয়োজনে তার নামে দান করতে হবে, তার জন্য দু‘আ করতে হবে এবং তার ব্যাপারে মানুষের কাছে যা বলেছিল তার বিপরীতে সত্যটা প্রকাশ করতে হবে (ইসলাম সওয়াল ও জওয়াব, প্রশ্নোত্তর নং ২১৮৩৫১; যাদুল মা‘আদ ৫/৬৯০ পৃঃ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button