হারাম ও কবিরা গুনাহ

প্রশ্ন : মুসলিম হয়েও যারা মসজিদ ভাঙ্গে কিংবা পুড়িয়ে দেয়, তাদের জন্য বদ-দু‘আ করা যাবে কি?

উত্তর : আল্লাহ তা‘আলা বলেন,  مَنۡ اَظۡلَمُ  مِمَّنۡ مَّنَعَ مَسٰجِدَ اللّٰہِ اَنۡ یُّذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ وَ سَعٰی فِیۡ خَرَابِہَا ‘যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় ও তার ধ্বংস-সাধনে প্রয়াসী হয়, তার থেকে বড় সীমালংঘনকারী আর কে হতে পারে?’ (সূরা আল-বাক্বারাহ : ১১৪)।

অত্র আয়াতে মসজিদ ধ্বংসকারী, ছালাত ও যিকিরে বাধা প্রদানকারী ব্যক্তিকে  সর্বাধিক বড় যালিম ও অপরাধী বলে ঘোষণা করা হয়েছে। আর যালিমের জন্য বদ-দু‘আ করা জায়েয। আল্লাহ তা‘আলা বলেন, ‘মন্দ কথা প্রকাশ করাকে আল্লাহ পসন্দ করেন না; তবে যার উপর যুলুম করা হয়েছে তার কথা স্বতন্ত্র। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (সূরা আন-নিসা : ১৪৮)।

ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, কারোর জন্য বদ-দু‘আ করা আল্লাহ পসন্দ করেন না। তবে মাযলূম ব্যক্তি যালিমের বিরুদ্ধে বদ-দু‘আ করতে পারে, এক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন। যদিও ধৈর্যধারণ করা অধিক উত্তম’ (ইবনু কাছীর, তাফসীরুল কুরআনিল ‘আযীম, ২য় খণ্ড, পৃ. ৪৪২; ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২৪৮৪১৬)।

 

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button