হজ্জ ও উমরা

প্রশ্ন: রজব মাসে ওমরাহ পালন করার বিশেষ কোন ফযীলত আছে কি?

উত্তর : রজব মাসে ওমরাহ করার বিশেষ কোন ফযীলত কিংবা উৎসাহ প্রদান করা সম্পর্কে কোন দলীল পাওয়া যায় না। বরং রামাযান মাসে ও হজ্জের মাসসমূহে (শাওয়াল, যিলক্বদ ও যিলহজ্জ) ওমরাহ করার বিশেষ ফযীলত সাব্যস্ত আছে। এছাড়া আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) অস্বীকার করে বলেন,

ما اعتمر رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ في رجب قط

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রজব মাসে কখনও ওমরাহ করেননি (ছহীহ বুখারী, হা/১৭৭৬; ছহীহ মুসলিম, হা/১২৫৫)।

অতএব রজব মাসে ওমরাহ পালনকে কেউ ফযীলত মনে করলে বিদ‘আত হবে। আর শারঈ দলীল ছাড়া বিশেষ কোন সময়কে বিশেষ কোন ইবাদতের জন্য নির্দিষ্ট করা কোন মুমিনের জন্য উচিত নয়।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button