হজ্জ ও উমরা
প্রশ্ন : হজ্জের সফরে আরাফার দিনে গোসল করা কি সুন্নাত?
উত্তর : আরাফার দিনে গোসল করা ‘মুস্তাহাব’। গোসল করলে ছওয়াব পাবে। আর না করলে ছওয়াব পাবে না।
আলী (রাঃ)-কে গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, চাইলে প্রতিদিন গোসল কর। তাকে বলা হ’ল, এই গোসল নয়। তখন তিনি বললেন, তাহ’লে জুম‘আর দিন, আরাফার দিন ও দুই ঈদের দিন গোসল করবে’ (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৫৯১৯; সিলসিলাতুল আছা-রিছ ছহীহাহ হা/৩৫৩)।
অবশ্য ছাহাবীগণের আমল থাকায় অধিকাংশ ফক্বীহ আরাফার দিন গোসল করাকে ‘সুন্নাত’ বলেছেন (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৪৫/৩২৩)।
সূত্র: মাসিক আত-তাহরীক।