হজ্জ ও উমরা
প্রশ্ন : ফরয হজ্জ পালনের পূর্বে ওমরা করা যাবে কি?
উত্তর : ফরয হজ্জ করার পূর্বে ওমরা করা যাবে।
রাসূল (ছাঃ) হজ্জের পূর্বে ওমরা করেছেন (বুখারী হা/১৭৭৪; মিশকাত হা/২৫১৯)।
বারা ইবনু আযেব বলেন, রাসূল (ছাঃ) হজ্জের পূর্বে দু‘বার ওমরা করেছেন (বুখারী হা/১৭৮১; মিশকাত হা/২৫১৯)।
ইমাম নববী বলেন, হজ্জের পূর্বে ওমরা করা জায়েয। চাই সে পরবর্তীতে হজ্জ করুক বা না করুক (আল-মাজমূ‘ ৭/১৭০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।