হজ্জ ও উমরা
প্রশ্নঃ মীকাতে আসার আগে ইহরাম বাঁধা হলে কোন ক্ষতি হবে কি?
উত্তরঃ আলহামদুলিল্লাহ্
নির্দিষ্ট মীকাতের পূর্বেই ইহরাম বাঁধা চলে ৩৩০ (মানাসিকুল হাজ্জ, আলবানী ১২ পৃঃ)অবশ্য নির্দিষ্ট মীকাত হতেই ইহরাম বাঁধাই উত্তম।
আল্লাহ্ই ভাল জানেন।
সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী