হজ্জ ও উমরা

৫৯- হারাম শরীফের সীমানা কতটুকু? মিনা ও মুযদালিফা হারামের ভিতরে না বাহিরে?

 

এ দু’টো এলাকা হারামের সীমানার ভিতরে অবস্থিত। অর্থাৎ হারামের অংশ। কিন্তু আরাফাতের ময়দান হারামের বাহিরে। হারামের সীমানা কাবা ঘর থেকেঃ

(ক) পূর্ব দিকে ১৬ কিলোমিটার ‘জিরানা’ পর্যন্ত।

(খ) পশ্চিম দিকে ‘হুদাইবিয়া (শুমাইছী)’ পর্যন্ত ১৫ কিলোমিটার।

(গ) উত্তর দিকে ৬ কিলোমিটার ‘তানঈম’ পর্যন্ত।

(ঘ) দক্ষিণ দিকে ১২ কিলোমিটার ‘আদাহ’ পর্যন্ত।

(ঙ) উত্তর-পূর্ব কোণে ১৪ কিলোমিটার ‘ওয়াদী নাখলা’ পর্যন্ত।

 

সূত্র: প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা।
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button