হজ্জ ও উমরা

১৭- স্থানগত মীকাত কয়টি ও কি কি?

 

৫টি মীকাত।
১। মদ্বীনাবাসীদের জন্য যুল হুলাইফা  ذو الحليفة
২। সিরিয়াবাসীদের জন্য আল-জুহফা  الجحفة
৩। নজদবাসীদের জন্য কারনুল মানাযিল  قرن المنازل
৪। ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম  يلملم
৫। ইরাকবাসীদের জন্য যাতুইরক  ذات عرق

 

সূত্র: প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা।
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button