হাদিস ও হাদিসের জ্ঞানসমূহ

প্রশ্ন : নারী জাতিকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। রাসূল (ছাঃ)-এর এ বাণীটির ব্যাখ্যা কি?

 

উত্তর : নারীদেরকে পুরুষের পাঁজরের উপরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে (নিসা ৪/১; বুখারী হা/৩৩৩১; মুসলিম হা/১৪৬৮)

রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা নারীদের সাথে উত্তম আচরণ কর। কারণ তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হ’ল উপরের হাড়। অতএব তুমি যদি তাকে সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলবে।
আর যদি ছেড়ে দাও, তাহ’লে সবসময় বাকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সাথে ভাল ব্যবহার কর’ (বুঃ মুঃ মিশকাত হা/৩২৩৮)

অতএব তাদেরকে তাদের অবস্থানে ছেড়ে দিতে হবে এবং তাদের সাথে কোমল ও সুন্দর আচরণ করতে হবে। তাদের থেকে গুনাহের সম্ভাবনা না থাকলে তাদের বক্র আচরণে সাধ্যমত ধৈর্যধারণ করতে হবে। তাহ’লে তাদের মাধ্যমে অধিক উপকৃত হওয়া যাবে (শাওকানী, নায়লুল আওত্বার ৬/২৪৪)

ইমাম নববী (রহঃ) সহ অন্যান্য বিদ্বানগণ বলেন, এ হাদীছে নারীদের প্রতি সহানুভূতি এবং ইহসানের জন্য উৎসাহিত করা হয়েছে, আর সৃষ্টিগত বক্র স্বভাবের ও
অপূর্ণ জ্ঞানের কারণে ধৈর্য- ধারণের উপদেশ দান করা হয়েছে (ফাৎহুল বারী ৬/৩৮৮; মিরক্বাত)

 

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button