প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
একাকী সালাত আদায়ের পর যদি দেখতে পায় যে একটা জামাত শুরু হচ্ছে, তাহলে কি করবে?
তাহলে নতুন জামাআতে শরীক হয়ে আবারও উক্ত সালাত আদায় করতে পারবে। আর দ্বিতীয়বারের সালাত নফল হিসেবে গণ্য হবে। (দেখুন তিরমিযী: ২১৯)।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম