প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
একজন নারী ও একজন পুরুষ মিলে কি জামাআত করা যাবে?
হ্যাঁ, মাহরাম পুরুষ ইমাম হলে করতে পারবে (ইবনে মাজাহ: ১৩৩৫, আবু দাউদ: ১৩০৯) তবে মাহরাম পুরুষ ছাড়া একজন পুরুষের সাথে শুধুমাত্র একজন মহিলার জামাত করা জায়েয নেই, যদি আর কোন মহিলা তার সাথে না থাকে। আর বয়সের ক্ষেত্রে সাত বছরের শিশুও ইমামতি করতে পারবে (বুখারী: ৪৩০২)। সে সালাতটি ফরজ বা নফল যাই হোক না কেন।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম