প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
কী কী কাজে সালাত ভঙ্গ হয় না?
১. নফল সালাতে কুরআন শরীফ দেখে তিলাওয়াত করা।
২. দু’পায়ের নিচে বা বামপাশে থুতু নিক্ষেপ করা।
৩. ভুলবশতঃ কোন কিছু পানাহার করা।
৪. প্রয়োজন হলে পুরুষদের সুবহানাল্লাহ্ বলা ও মেয়েদের হাত তালি দেওয়া।
৫. প্রয়োজন হলে শিশু বহন করে বা কোলে নিয়ে সালাত আদায় করা।
৬. জান্নাত বা জাহান্নামের আয়াত শুনে কান্না এসে যাওয়া।
৭. সিজদায় দু’আ করা।
৮. নামাযরত অবস্থায় সামনের কাতারের ফাকা বন্ধ বা কাতার সোজা করতে একটু হাঁটা বা এগিয়ে যাওয়া।
৯. অন্য কেউ না থাকলে একান্ত প্রয়োজনে আগন্তুকের জন্য দরজা খুলে দেওয়া।
১০. সালাতের সামনে দিয়ে কেউ হাটলে হাত বাড়িয়ে বাধা প্রদান করা।
১১. দাঁড়ানো ও বসা অবস্থায় সালাতে ঘুম এসে যাওয়া।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম