প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
ইকামাত কে দেবে?
ইমাম বা মুক্তাদি যে কেউ ইকামাত দিতে পারে। যে লোক আযান দিল ইকামাত তারই হক এ মর্মে বর্ণিত হাদীস সহীহ নয়। এটা যে কারো জন্য বৈধ। তবে ইমাম উপস্থিত হওয়ার আগে ইকামাত দেওয়া বৈধ নয়।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম