প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

জামাআতের জন্য মুসল্লিরা কখন উঠে দাঁড়াবে?

 

ইকামাত দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়াবে। কেউ কেউ দাঁড়ায় (কাদ কা-মাতিস্ সলাহ) বলার পর। এটি ঠিক নয়। তবে ইকামাতের শুরুতে, মাঝে এবং শেষেও দাঁড়ানো জায়েয। ইকামাত হয়ে যাওয়ার পর কাতারের বিষয়ে কথা বলা যায়। কিন্তু সেসময় দুনিয়াবী কোন কথা বলা বৈধ নয়।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button