প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

ইকামাতের কি জবাব দেওয়া লাগবে?

 

 তা বাধ্যতামূলক নয়, এটা সুন্নাতও নয়। কেউ চাইলে দিতে পারে, না চাইলে নাই। জবাব দিলে ইকামাতের শব্দগুলোই হুবহু বলবে।(আবু দাউদের ৫২৮ নং হাদীসে আছে, ‘কাদ কামাতিস্ সলাহ’ বললে এর জবাবে তোমরা বলিও ‘আকা-মাহুল্লাহু অ-আদা-মাহা। এ হাদীসটি একেবারেই দুর্বল (ইরওয়াওল গালীল: ২৪১)। অতএব, এটি না বলাই ভালো। কেননা, দুর্বল হাদীস দিয়ে কোন হুকুম সাব্যস্ত করা যায় না।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button