প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
মুয়াযযিনের কী কী গুণাবলি ও বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
১) তার কণ্ঠস্বর উঁচু থাকা, (২) আওয়াজ সুস্পষ্ট থাকা, (৩) সালাতের ওয়াক্ত সম্পর্কে সুস্পষ্টভাবে জ্ঞান থাকা, (৪) বিশ্বস্ত ব্যক্তি হওয়া, (৫) সুন্দর চরিত্রের অধিকারী হওয়া।
আযানের জবাব রাসূলুল্লাহ (স) বলেছেন, যে ব্যক্তি খালেছ দিলে আযানের জবাব দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম: ৭৩৬)।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম