পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১১০. মাটি ও পানি কোনটাই পাওয়া না গেলে কী করব?

মাটি ও পানি কোনটাই পাওয়া না গেলে সে অবস্থায় ওযু বা তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে পারবে। (দেখুন বুখারী: ৩৩৬ নং হাদীসের মর্ম)। এরপরও নামায না পড়ে থাকার অনুমতি নেই।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button