মহিলা অঙ্গন

প্রশ্ন : মহিলার দেহ থেকে লোম তুলে ফেলা যাবে কি?

উত্তর : মহিলার মাথা ও ভ্রুর চুল ব্যতীত অন্য যে কোন অঙ্গের লোম যেমন গোফ, উরুদ্বয়, পাদ্বয় এবং বাহুদ্বয়ের লোম উঠিয়ে ফেলা বা কাটা বৈধ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫ম খণ্ড, পৃ. ১৯৪-১৯৭)।

ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন মহিলার গোঁফ বা দাড়ি প্রকাশিত হয়, তবে তাকে উঠিয়ে নির্মূল করাকেই আমরা উত্তম মনে করি’ (শারহুন নববী ‘আলা ছহীহ মুসলিম, ১৪তম খ-, পৃ. ১০৬)।

অধিকাংশ ফক্বীহর  মতে, ‘মহিলাদের হাতে, পায়ে, পিঠে ও পেটের লোম উঠিয়ে ফেলা বৈধ। ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, উঠিয়ে ফেলা ওয়াজিব’ (আল-মাসূ‘আতুল ফিক্বহিয়্যাহ আল-কুয়েতিয়্যাহ,, ১৪তম খণ্ড, পৃ. ৮২; ফাতাওয়া আল-মারআতুল মুসলিমাহ, ৩য় খণ্ড, পৃ. ৮৭৯)।

উল্লেখ্য, মহিলার ভ্রু প্লাক করা, কপাল প্রশস্ত করার জন্য কপালের চুল উঠানো হারাম (ছহীহ বুখারী, হা/৪৮৮৬, ৫৯৩৯; ছহীহ মুসলিম, হা/২১২৫; আবূ দাঊদ, হা/৪১৬৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞

এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য লিখা

Back to top button