মহিলা অঙ্গন

প্রশ্ন : মহিলারা কি হিল পরিধান করতে পারবে?

উত্তর : কয়েকটি কারণে হিল পরিধান করা অপসন্দনীয়। যেমন,

১. নিজেকে লম্বা দেখানোর প্রচেষ্টা, আসলে কিন্তু সে লম্বা নয়। এটা এক প্রকার প্রতারণা।

২. পড়ে যাওয়ার আশঙ্কা এবং চিকিৎসকরা স্বীকার করেছেন যে, হিল পরাতে শারীরিক ক্ষতি আছে (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৩৯৭)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নিঃসন্দেহে হিল পরিধান করা সৌন্দর্য প্রদর্শনের অন্তর্ভুক্ত, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (সূরা আল-আহযাব : ৩৩)। এটা শারঈ ও মেডিক্যালি উভয় দৃষ্টিকোণ থেকেই দোষণীয়। সেই জন্য শরী‘আতের সঙ্গে সঙ্গে অনেক চিকিৎসকরাও নিষেধ করছেন। আর যদি হিল পরে চলার শব্দ কর্ণগোচর হয়, তবে তা আরো গর্হিত অপরাধ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব , ১১তম খণ্ড, পৃ. ১০৪-১০৫)।

এ মর্মে আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ  مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ‘আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে’ (সূরা আন-নূর : ৩১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞

এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য লিখা

Back to top button