মহিলা অঙ্গন
প্রশ্ন : মুসলিম নারীর অলংকার পরার জন্য নাক, কান ফোড়ানো বা আফ্রিকানদের মত ঠোঁট ফোড়ানো শরী‘আতসম্মত কি?
উত্তর : সৌন্দর্য বর্ধনের জন্য মহিলাদের নাক-কান ফোড়ানো জায়েয। আরবে যে প্রথাগুলো পূর্ব
থেকে চলে আসছিল, সেগুলো রাসূল (ছাঃ) নিষেধ করেননি।
থেকে চলে আসছিল, সেগুলো রাসূল (ছাঃ) নিষেধ করেননি।
জাবের (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-এর সাথে ঈদের ছালাত আদায় করেছি, খুৎবার পূর্বে তিনি বিনা আযান ও ইক্বামতে ছালাত আদায় করেছেন। অতঃপর পুরুষদের উদ্দেশ্যে খুৎবা প্রদানের পর
মহিলাদের নিকটে গিয়েও ওয়ায-নছীহত করেছেন। তাদেরকে ছাদাক্বা করার নির্দেশ
দিলে তারা তাদের কানের দুল ও গলার হার বেলাল (রাঃ)-এর কাপড়ে জমা দিয়েছেন (বুখারী হা/৫২৩৯; মুসলিম হা/৮৮৪; মিশকাত হা/১৪২৯)।
তবে ঠোঁট, ভ্রূসহ শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের চামড়া ফুড়ে যে অস্বাভাবিক ও বিকৃত সৌন্দর্যচর্চা করা হয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তাক্বওয়া
পরিপন্থী। এসব কর্ম থেকে বিরত থাকা কর্তব্য (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৪/৩৬, ২৫/৫৯; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৩৭; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৯/২১৬; ছালেহ ফাওযান, আল মুনতাকা ৩/৩২৪)।
সূত্র: মাসিক আত-তাহরীক।