দাওয়াহ

অমুসলিম দেশে অভিবাসী মুসলমানদের একতাবদ্ধ থাকা

প্রশ্নঃ- ধর্মনিরপেক্ষ দেশে ইসলামী দল তৈরী করা কি জায়েয? যাতে আইন অনুযায়ী দলটির সরকারী অনুমোদন থাকে। তবে দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে- আল্লাহর দিকে দাওয়াত দেয়া।

উত্তরঃ-
আলহামদুলিল্লাহ।

যে সকল মুসলমান অমুসলিম দেশে অবস্থান করার মুসিবতে আছেন তাদের একতাবদ্ধ থাকা, একই বন্ধনে আবদ্ধ থাকা, পারস্পরিক সহযোগিতা করা ইসলামে অনুমোদিত; সেটা কোন ইসলামী দলের নামে হোক কিংবা কোন ইসলামী সংস্থার নামে হোক। এতে করে নেকি ও তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতা করার সুযোগ থাকে।

আল্লাহই তাওফিকদাতা।

সুত্রঃ islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button