দু'আ, যিকির ও ঝাড়ফুঁক
প্রশ্ন : আমাদের এলাকায় হাত তুলে মুনাজাতের পূর্বে একবার সূরা ফাতিহা ও তিনবার সূরা ইখলাছ পড়া হয়। এটা সঠিক হবে কি?
উত্তর : জামা‘আতবদ্ধভাবে হাত তুলে মুনাজাত করা বিদ‘আত (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৪/১৯০)।
এর সাথে আবার সূরা ফাতিহা ও সূরা ইখলাছ পাঠের বিধান যুক্ত করা আরেক বিদ‘আত। বরং মুনাজাতের সুন্নাতী তরীকা হ’ল একাকী হাত তুলে মুনাজাত করা (আবুদাউদ হা/১৪৮৮; মিশকাত হা/২২৪৪; ছহীহুত তারগীব হা/১৬৩৫)।
আর দো‘আর পূর্বে আল্লাহর প্রশংসা করা এবং রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ করা (আবুদাউদ হা/১৪৮১; নাসাঈ হা/১২৮৪)।
এছাড়া সিজদা ও ছালাতের শেষ বৈঠক মুনাজাতের অন্যতম শ্রেষ্ঠ সময় (বুখারী হা/৮৩৫; মুসলিম হা/৪৮২; মিশকাত হা/৯০৯, ৮৯৪)।
সূত্র: মাসিক আত-তাহরীক।