দু'আ, যিকির ও ঝাড়ফুঁক
প্রশ্ন : হাত তুলে মুনাজাত করার পর মুখমন্ডল মাসাহ করা যাবে কি?
উত্তর : মুনাজাত বা হাত তুলে দো‘আ শেষে মুখমন্ডল মাসাহ করার পক্ষে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি।
ইমাম আবুদাঊদ (রহঃ) মুখে হাত মাসাহ করা সংক্রান্ত হাদীছ বর্ণনা করে তা যঈফ হিসাবে উল্লেখ করেছেন (আবুদাঊদ হা/১৪৮৫, পৃঃ ২০৯)।
শায়খ আলবানী (রহঃ) এ সংক্রান্ত হাদীছগুলো পর্যালোচনা শেষে বলেন, ‘দো‘আর পর মুখে দু’হাত মাসাহ করা সম্পর্কে কোন ছহীহ হাদীছ নেই’ (আলবানী, মিশকাত হা/২২৫৫-এর টীকা দ্রষ্টব্য)।
ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, রাসূল (ছাঃ) থেকে হাত তুলে দো‘আ করার ব্যাপারে বহু ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু মুখমন্ডল মাসাহ করার ব্যাপারে এক বা দু’টি বর্ণনা এসেছে, যার দ্বারা দলীল গ্রহণ করা যায় না (মাজমূ‘উল ফাতাওয়া ২২/৫১৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।