দু'আ, যিকির ও ঝাড়ফুঁক

প্রশ্ন : ফরয ছালাত শেষে দো‘আসমূহ সরবে না নীরবে পড়তে হবে?

উত্তর : সালাম ফিরানোর পরে একবার সরবে ‘আল্লাহু আকবার’ এবং তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ বলবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৯৫৯, ৯৬১)

অতঃপর অন্যান্য দো‘আসমূহ নীরবে পাঠ করবে। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের প্রভুকে ডাক, বিনীতভাবে ও চুপে চুপে’ (আ‘রাফ ৭/৫৫)

তিনি বলেন, তুমি তোমার ছালাত উচ্চৈঃস্বরে আদায় করো না এবং চুপে চুপে আদায় করো না। বরং এ দু’য়ের মধ্যবর্তী স্বরে আদায় কর’ (ইসরা ১৭/১১০)

অতএব নীরবে বা মৃদু স্বরে দো‘আ-দরূদ পড়াই উত্তম।

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button