দু'আ, যিকির ও ঝাড়ফুঁক

প্রশ্ন : ভালো বা মন্দ কোন কিছু দেখলে বা সংবাদ আসলে পঠিতব্য কোন দো‘আ আছে কি?

উত্তর : মন্দ কোন কিছু দেখলে বা শুনলে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন’ পাঠ করবে (বাক্বারাহ ২/১৫৬)

আর ভালো কোন সংবাদ আসলে ‘আলহামদুলিল্লাহ’ বলবে (মুসলিম হা/২৯৯৯; মিশকাত হা/৫২৯৭)

তাছাড়াও নিম্নের দো‘আটি পাঠ করা যায়। ‘আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি ‘আজিলিহী ওয়া আ-জিলিহী মা ‘আলিমতু মিনহু ওয়ামা লাম আ‘লাম। ওয়া আউযু বিকা মিনাশ শার্রি কুল্লিহী ‘আ-জিলিহী ওয়া আ-জিলিহী মা আ‘লিমতু মিনহু ওয়ামা লাম আ‘লাম। অর্থাৎ ‘হে আল্লাহ! দুনিয়া ও আখেরাতের আমার জানা-অজানা আগে-পরের যত কল্যাণ ও নে‘মত আছে তা সবই আমি চাই। দুনিয়া ও আখিরাতের আমার জানা-অজানা আগে-পরের সকল অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই’ (আল-আদাবুল মুফরাদ হা/৬৩৯; আহমাদ হা/২৫৬৩; ছহীহাহ হা/১৫৪২)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button