মৃত্যু বিষয়ক প্রশ্নোত্তর
- প্রশ্ন : আমার পিতাসহ অনেক মানুষকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে দেখায় সবসময় আমি মৃত্যুচিন্তায় মগ্ন থাকি। ফলে আমার সার্বিক জীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি কি আমল করলে এই অযাচিত ভয় থেকে মুক্তি পাওয়া যাবে জানতে চাই।
- প্রশ্ন : মৃত্যুর সময় কেউ শরী‘আতবিরোধী অছিয়ত করলে তা পূরণ করা যাবে কি?
- প্রশ্ন : মৃত মা-বাবার নামে দান করা কিংবা মানুষকে খাওয়া যাবে কি?
- প্রশ্ন : মানুষ মারা গেলে মাইকিং করে শোক সংবাদ প্রচার করা কি ঠিক?
- প্রশ্ন : মানুষ মারা গেলে চল্লিশা করা কি ঠিক?
- প্রশ্ন : মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি দান-ছাদাক্বাহ করা যায়, তাহলে তার উদ্দেশ্যে মানুষ খাওয়ানো যাবে না কেন?
- প্রশ্ন : মৃত্যুর কারণে কান্নাকাটি করার শারঈ বিধান কী?
- প্রশ্ন : পানিতে বরই পাতা মিশিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেয়া হয় কেন? সাবান দিয়ে গোসল দেয়া যাবে কি?
- প্রশ্ন : জিনরাও কি মৃত্যুবরণ করে?
- প্রশ্ন: মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক?