মিউজিক ও মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট

প্রশ্ন : যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেয়ার হাদীছটি কি ছহীহ?

উত্তর : গানবাজনা নিঃসন্দেহে হারাম। এর প্রমাণ স্বরূপ অনেক ছহীহ হাদীছ আছে। কিন্তু উপরিউক্ত শাস্তি সংক্রান্ত হাদীছটি বাতিল ও বানোয়াট। হাদীছটি হল- مَنْ جلسَ إلى قينةٍ صُبَّ في أُذُنِه الآنُكُ يومَ القيامةِ ‘যে ব্যক্তি গান শ্রবণ করার উদ্দেশ্যে গায়িকাদের মজলিসে বসে আল্লাহ ক্বিয়ামত দিবসে তার কানে উত্তপ্ত গলিত শিশা ঢেলে দিবেন’। কিন্তু বিজ্ঞ মুহাদ্দিছগণের দৃষ্টিতে এটি বানোয়াট বা বাতিল হাদীছ, যা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত নয় (আল-‘ইলালুল মুতানা-হিয়াহ, ২য় খণ্ড, পৃ. ৭৮৬; আল-মুহাল্লা, ৫ম খণ্ড, পৃ. ৫৭; যঈফুল জামে‘, হা/৫৪১০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button