পোশাক, সাজসজ্জা ও ছবি
প্রশ্ন : একজন নারীর সামনে অপর নারীর পর্দার বিধান কি? একে অপরের সামনে শরীরের কতটুকু অংশ খোলা রাখতে পারবে? দলীল ভিত্তিক জানতে চাই?
উত্তর : একজন নারী থেকে আরেকজন নারীর পর্দা হ’ল মাহরাম পুরুষদের থেকে পর্দার ন্যায় (নূর ২৪/৩১)।
সেজন্য রাসূল (ছাঃ) বলেন, কোন নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। একইভাবে কোন পুরুষ যেন অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায় (ইবনু মাজাহ হা/৬৬১; ছহীহুল জামে‘ হা/৭৮০০)।
অর্থাৎ কোন কারণে গোপন স্থান প্রকাশ পেয়ে গেলে সেদিকে তাকাবে না। আর এই আমলই রাসূল (ছাঃ)-এর যুগ থেকে অদ্যাবধি মুসলিম নারীদের মাঝে প্রচলিত আছে। অর্থাৎ মুসলিম নারীরা অপর নারীদের থেকে তাদের হাত, পা ও মাথা ছাড়া দেহের
অন্যান্য অংশ ঢেকে রাখবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/২৯২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।