পোশাক, সাজসজ্জা ও ছবি

প্রশ্ন : মহিলারা কালো চুলে দুলহান তেল ব্যবহার করতে পারবে কি? এছাড়া তারা চুলের মাথা কেটে ছোট করতে পারবে কি?

উত্তর : সাদা চুল কালো করার উদ্দেশ্য না থাকলে দুলহান তেল কালো চুলে ব্যবহার করা যাবে। তবে সাদা চুলকে কোন তেল বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কালো করা নারী-পুরুষ সবার জন্যই নিষিদ্ধ (মুসলিম হা/২১০২; মিশকাত হা/৪৪২৩-২৪)

আর নারীরা সৌন্দয্যবর্ধন, স্বামীর সন্তুষ্টি বা বিশেষ কোন প্রয়োজনে মাথার চুল হালকা কাট-ছাঁট করতে পারে (মুসলিম হা/৩২০; আলবানী, জিলবাবুল মারআতিল মুসলিমাহ ২৫৬ পৃ., নববী, শরহ মুসলিম ৪/৫; মির‘আত ৯/২৬৮; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/১৩৫)

তবে এমন কাট-ছাঁট করা যাবে না যা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ বা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় (বুখারী হা/৫৮৮৫; মুসলিম, মিশকাত হা/৪৪২৯, ৪৩৪৭)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
Back to top button