আদব ও শিষ্টাচার

প্রশ্ন: পেটের ভরে (উপুড় হয়ে) শয়ন করার বিধান কী?

উত্তর : ডান কাতে শয়ন করা উত্তম (ছহীহ বুখারী, হা/২৩৯)। তবে কোন সমস্যা মনে করলে পেটের উপর ভর করে শয়ন করাতে কোন সমস্যা নেই। যেমন, পেটের পিড়া বা কোন ধরনের পেটের অসুখ। (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, পৃ. ৩৬, ‘শিষ্টাচার’ অধ্যায়)। তবে ‘উপুড় হয়ে শয়ন করা জাহান্নামীদের শয়ন’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/৩৭২৫; যঈফ আল-আদাবুল মুফরাদ, হা/১১৮৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button