বিবাহ ও দাম্পত্য

প্রশ্ন: সন্তানের নাম রাখার অগ্রাধিকার কার সবচেয়ে বেশি?

উত্তর: সন্তানের অভিভাবক তথা যার উপর সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব বহন করা আবশ্যক সেই তার নাম রাখা সহ সব কিছুর ক্ষেত্রে বেশি হকদার।

অত:এব মা, দাদা, দাদী, নানা, নানী সহ অন্যান্য সকল মানুষের মধ্যে সন্তানের নাম নির্ধারণের ক্ষেত্রে বাবার অধিকার সবচেয়ে বেশি।

কারণ এক দিকে তার উপর স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণের দায়িত্ব এবং সেই পরিবারের প্রধান কর্তা ব্যক্তি অন্যদিকে ইসলামের দৃষ্টিতে সন্তান তার বাবার দিকেই সম্বন্ধিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন:

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّـهِ ۚ

“তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।” (সূরা আহযাব: ৫) সুতরাং তার অধিকারই সবচেয়ে বেশি।

অবশ্য স্বামী যদি তার স্ত্রীর মতামত নিয়ে সন্তানের নাম নির্ধারণ করে তাহলে নি:সন্দে তা তার স্ত্রীর প্রতি ভালবাসা এবং উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ।

সেই সাথে তিনি যদি সন্তানের দাদা-দাদী, চাচা-চাচী, নানা-নানী বা কোনও আলেম বা মুরব্বির উপর নামা রাখার দায়িত্ব অর্পণ করে বা তাদের দেয়া নাম পছন্দ করে তাহলেও কোনও আপত্তি নাই।

—আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল—–

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মাহবুব বিন আনোয়ার

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ আমি যদিও একজন জেনারেল পড়ুয়া ছাত্র তাই আমার পক্ষে ভুল হওয়া অসম্ভব কিছু না, আমি ইসলামী শরীইয়াহ বিষয়ক জ্ঞান অর্জনের চেষ্টা করছি এবং এর সাথে মানুষ কে রাসুল (সা:) এর হাদিস এবং আমাদের সালফে সালেহীনদের আদর্শের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যদি আমার কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাকে জানাবেন যাতে আমি শুধরে নিতে পারি।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button