বিবাহ ও দাম্পত্য
বিবাহে দফ বাজিয়ে গীত গাওয়ার বিষয়ে ইসলামী বিধান
প্রশ্ন: বিবাহে দফ বাজিয়ে গান মেয়েরা গাইতে পারে, কিন্তু কতদিন? কোন দিনে এই গীত বা গান গাওয়া যায়?
উত্তর: সকল প্রশংসা আল্লাহর জন্য।
বিবাহের প্রচার স্বরূপ দফ বাজিয়ে অথবা না বাজিয়ে বৈধ গীত বাসরের রাতে গাওয়া বিধেয়। এ ছাড়া অন্য দিনে গাওয়ার অনুমতি নেই। ৫৭২ (ইবনে উষাইমীন)
সূত্র: দ্বীনি প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী