পোশাক, সাজসজ্জা ও ছবি

প্রশ্নঃ ছবি আঁকলে বা মূর্তি বানালে তা আল্লাহর সৃষ্টির সাথে টেক্কা দেওয়া হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি বাজ, পায়রা প্রভৃতি পাখিকে মমি করে বাড়িতে সাজিয়ে রাখলে দোষ আছে কি? যেহেতু তা ত মূর্তি নয়।

উত্তরঃ

এ কাজ মূর্তি নির্মাণের সামিল নয় এবং আল্লাহর সৃষ্টিকে টেক্কা দেওয়া ও নয়। তবে তাতে অযথা প্রাণী হত্যা ও অপচয় রয়েছে এবং তা গৃহে মূর্তিস্থাপনের চোরা পথ ও সূসদৃশ। তাই তা বৈধ নয়। ( লাজনাহ দায়েমাহ )

সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button