আক্বীদাহ

প্রশ্ন : সালাফী মানহাজ মতে, আশ‘আরী আক্বীদা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ বাতিল আক্বীদা। কিন্তু বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুসারে আশ‘আরীর মধ্যে অন্যতম- ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম দারাকুৎনী, খত্বীব বাগদাদী, ইমাম নববী, জালালুদ্দীন সুয়ূত্বী প্রমুখ। তাদের বিভিন্ন গ্রন্থ থেকে ইলম নেয়ার ক্ষেত্রে সালাফী মানহাজের উছূল কী?

উত্তর : ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম দারাকুৎনী, খত্বীব বাগদাদী, ইমাম নববী (রাহিমাহুমুল্লাহ)-এর ক্ষেত্রে উক্ত দাবী সঠিক নয়। তবে আশ‘আরীদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে উক্ত মনীষীদের অন্তর্ভুক্ত করলে সমস্যা নেই। কারণ ইমাম আবুল হাসান আশ‘আরী (রাহিমাহুল্লাহ)-এর দিকে সম্পৃক্ত করেই আশ‘আরী বলা হয়। আর তারা তিনভাগে বিভক্ত। একদল মু‘তাযিলার সাথে সম্পৃক্ত, দ্বিতীয় দল ইবনু কিলাবের সাথে এবং ৩য় দল আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের সাথে সম্পৃক্ত।

আশ‘আরীদের মধ্যে যারা এই তৃতীয় ভাগের অনুসারী তারা আহলে সুন্নাহরই দলভুক্ত। যেমন ইবনু তায়মিইয়া (রাহিমাহুল্লাহ) তাঁর মাজমূঊল ফাতাওয়ার গ্রন্থে উল্লেখ করেছেন (মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ৭২)। প্রশ্নে উল্লেখিত বিদ্বানগণ আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের আলেমদের কাছে সুন্নাহপন্থী হিসাবেই পরিচিত। যেহেতু তাদের আক্বীদাগত দিক স্পষ্ট হওয়াই তাদের নিকট থেকে ইলম নেয়াতে কোন বাধা নেই। অর্থাৎ তারা আক্বীদা গোপনকারী নন আবার ভ্রষ্ট আক্বীদারও প্রমাণিত নন। সঊদী স্থায়ী ফাতাওয়া বোর্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলেন, আশ‘আরীরা কাফের না। তারা আল্লাহর ছিফাতের ক্ষেত্রে বিভিন্ন অপব্যাখ্যা করেছে এবং এতে তারা ভুল করেছে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৩য় খণ্ড, পৃ. ২২০, ফৎওয়া নং-৬৬০৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button