আক্বীদাহ
প্রশ্ন : মি‘রাজে গমনের সময় বায়তুল মুক্বাদ্দাসে সকল নবী-রাসূল কি সশরীরে উপস্থিত হয়েছিলেন? তারা কি কবর থেকে উত্থিত হয়েছিলেন? এ ব্যাপারে সবিস্তারে জানতে চাই।
উত্তর : মি‘রাজ রজনীতে নবী-রাসূলগণ স্ব স্ব আকৃতিতে বায়তুল মুক্বাদ্দাসে উপস্থিত হয়েছিলেন
এবং মুহাম্মাদ (ছাঃ)-এর ইমামতিতে দু‘রাক‘আত ছালাত আদায় করেছিলেন। সেকারণ রাসূল (ছাঃ) তাদের চিনতে পেরেছিলেন। তবে তারা কিভাবে এসেছেলেন সে বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এটি সম্পূর্ণ গায়েবী বিষয়। যার প্রতি ঈমান আনা অপরিহার্য। তবে ঈসা ও ইদ্রীস (আঃ)-এর বিষয়টি স্বতন্ত্র (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ৪/৩২৮, ৫/৫২৬-২৭)।
সূত্র: মাসিক আত-তাহরীক।